বরিশালের উজিরপুর উপজেলার হস্তিশুন্ড গ্রামে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করেছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড। আজ বুধবার দুপুর দেড়টার দিকে হস্তিশুন্ড ঈদগাহ মার্কেটে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মাসুমা আক্তার।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন ব্যাংক কর্মকর্তা এবং বিশিষ্ট আইনজীবী, এডভোকেট নজরুল ইসলাম চুন্নু। স্বাগত বক্তব্যে এজেন্ট ব্যাংকিং পরিচালনা ও গ্রাহক সেবার বিষয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড হস্তিশুন্ড শাখা ব্যবস্থাপক জনাব কাজি হাসান।
 |
বক্তব্য রাখছেন জনাব মাসুমা আক্তার |
 |
ফিতা কাটা অবস্থায় সভাপতি |
এছাড়া আরো বক্তব্য রাখেন মার্কেট কমিটির সভাপতি, জহিরুল ইসলাম মঞ্জু, বামরাইল ইউনিউন আওয়ামীলীগ শাখার সম্মানিত সভাপতি বাবু গৌরাঙ্গ লাল কর্মকার, বামরাইল ইউনিউনের সম্মানিত চেয়ারম্যান জনাব ইউসুফ হাওলাদার, জনাব মিজানুর রহমান কবির, উজিরপুর মডেল থানার ওসি শিশির কুমার পাল, ব্যংকের হেড অফ কমিউনিকেশন আজম খান, এমটিবি ব্যাংকের হেড অফ এজেন্ট ব্যংকিং মদন মোহন কর্মকার। আরো অনেকে।
No comments